বন্ধু ভেবে যাকে তাকে
বললে মনের কথা
সেই কথাতে স্বার্থ বন্ধু
বাড়ায় মনের ব্যথা।

নিজের ঘরের ভেতর কথা
জানলে অন্য জনে
উপহাস্যে দুর্বলতায়
বলবে ক্ষণে ক্ষণে।

মানুষ মনের বিচিত্র রূপ
বন্ধু স্বজন কে বা
ঠাহর করা নয় তো সহজ
দেখে জীবন সেবা!

ভাবনা মনের দুঃখ ব্যথা
বলতে তবু হয় যে
হৃদয় আলাপ হৃদয় দিয়ে
মিঠা বাতাস বয় যে।

শত্রু যে কেউ চলার পথে
মানবতার আশা
আমার কি আর, পারি যেটুক
ছড়াই ভালোবাসা।