ঘরের থেকে একটু দূরে
মনের খুশি দিয়ে
আমার করি চড়ুইভাতি
নদীর ধারে গিয়ে।
নিজেরা সব রান্নাবান্নায়
খুব হৈ-হুল্লোড় করি
উনুন জ্বেলে মশলা দিয়ে
রেঁধেছি প্রাণ ভরি।
নাচতে গাইতে বনভোজনে
সবাই মিলে সেরা
যা করি তা হাজার খুশি
হাসি দিয়ে ঘেরা।
খোলা আকাশ ঘাসের উপর
কলা পাতা পাতি
খাওয়ার যত আয়োজনে
উঠছি আমরা মাতি।
ছুটির দিনে বনভোজনে
দারুণ মজা লাগে
আজ উৎসবের আনন্দ সব
করব সবার আগে।