ছোট্টো শিশু পণ করেছে
করবে পড়া সব
মা যাতে না করতে পারে
কোনো কলরব।
শুনবে কথা বাবা মায়ের
মানবে গুরুজন
বিকেল হলে খেলতে যাবে
পড়ায় দেবে মন।
নাচে গানে আঁকা খেলায়
সেরার সেরা নয়
মানুষ হতে শিখবে সবই
খুশিতে যা হয়।
ছোট্টো শিশু বলছে শোনো
আর দিও না জোর
ইচ্ছে পুতুল নয় ওরা নয়,
ওরা নবীন ভোর।