বিকেল আলো বইয়ের গন্ধ
ছড়িয়ে মাঠ খানি
লিপিবদ্ধ কালো অক্ষর
হৃদয়ের মন মানি,
কাব্যসুখ আর গল্পের মোড়ক
উন্মোচিত হলে
পাঠক লেখক করে দরবার
ভাবনা কথা বলে।
ধূলো উড়ছে জ্ঞান সাগরে
বই বই কত গন্ধ
পাঠ্য, হায়ার স্টাডি চলে
কিছুই তো নয় বন্ধ?
বইয়ের মলাট ঘুরছি মেলায়
জীবন লেখা পড়া
অভ্যাসগত বইয়ের পৃষ্ঠা
হোক না নিজের গড়া।
থরে থরে সাজানো বই
নেড়ে চেড়ে দেখা
বইয়ের জগৎ অসীম ভাবনা
থাকছে হৃদয় লেখা।
বইয়ের মেলা জীবন্ত প্রাণ
আদান প্রদান ভাষা
নীরব থেকেও মুখর বাক্যে
ছড়ায় ভালোবাসা।