স্কুলের বইয়ের পড়ার সাথে
অন্য বইয়ের পিছু
নিলে তুমি মজা পাবে
জানবে অনেক কিছু।
কবিতা আর গল্প ছড়া
পড়লে জানবে কত
অজানা সব জানা হবে
পড়ার পৃষ্ঠা যত।
ছবি আঁকা ও গান শেখা
কিংবা নাচতে পারো
এ সবই ওই অন্য পড়া
বুদ্ধি খুলবে আরো।
সব যে তোমায় পারতে হবে
তার কোনো নেই মানে
পড়াশুনা সহজ তাতে
যে পড়ে সে জানে।
সব রকমের এমন পড়ার
বইয়ে থাকে যারা
আকাশ আলো ইচ্ছে জীবন
গড়তে পারে তারা।