বাইশ তুমি বুড়ো হলে
চললে সময় ফেলে
আসছে তেইশ নবীন সাজে
খুশির ডানা মেলে।
বাইশ তুমি স্মৃতি চিহ্ন
থাকবে আঁকা বুকে
ভালো মন্দ হাসি কান্না
সবটা জীবন সুখে।
যাচ্ছে বাইশ আসছে তেইশ
বছর তোমার জন্য
ইতিহাসের পাতায় আমরা
লিখব জীবন অন্য।
মন কেমনের খুশির পাতা
বাইশ ছিল বলে
আসছে তেইশ আরো নতুন
ছন্দে যাবো চলে।
ছিল ভালো তাই তো ভালো
থাকবে স্মৃতি ভালো
নবীন আশায় তেইশ সালও
ভালোবাসার আলো।