আবাহন আর বিসর্জনের
মধ্যে সময় যত
অর্ঘ্য কমল আপ্যায়ন ঠিক
পায় যদি তার মত,

জীবন তবে খুশির আলো
আকাশ হয়ে দেখা
বয়ে চলে ঢেউ বরাবর
আর থাকে না একা।

ফুল রাঙা মন বিদায় পালা
সমুখ পানে চলা
ফিরে সে যে আসে আবার
হৃদয় হয়ে বলা।

আগমনীর সুর দিয়েছে
ভোরের শিউলি তলা
শিশির মাখা উঠোনে আজ
দেবীর পথে চলা।

হিম শরতে মিষ্টি রোদে
স্পর্শ সুখের আশা
বিসর্জনের ভরসা জাগা
ছড়ায় ভালোবাসা।