তুমি চলে গেলে এ স্মৃতি ফেলে
শূন্য ঘরে আমি একা
চোখে জল ঝরে মোহ ঘিরে ধরে
আর পাই নি তো দেখা।
ফাঁকা লাগে সব নাই কলরব
চুপ হয়ে আছে বাড়ি
আধফোটা ফুল কত কি যে ভুল
করে আছে শুধু আড়ি।
কথা নাই মুখ ভেঙে পড়া সুখ
আসবাব খায় গিলে
কোকিলের সুরে কাক ডাকে দূরে
ব্যথা বয়ে আনে চিলে।
ফিরে এসো তুমি গড়ো যৌথ ভূমি
বাঁচাটুকু থাক বেঁচে
বিরহ পেরিয়ে বেদনা সরিয়ে
শান্তি আসুক যেচে।