ছেড়ে চলে যাওয়া সহজ
থাক না পেছন পড়ে
মাটি আঁকড়ে গাছের শেকড়
মনের কঠিন ঝড়ে।
সামনে দেখো কুয়াশায় ওই
ভবিষ্যতের আশা
চলে যাওয়া চোখে হারায়
তোমার ভালোবাসা।
আবার ফিরে আসতে হয় যে
এই পৃথিবীর কোলে
মনের মিলে মোহ রঙিন
পথ গিয়েছে চলে।
প্রেম বিরহের প্রজাপতি
ফুলের মধু হয়ে
বসে আছে তোমার প্রিয়া
তোমার দিকে চেয়ে।