বিড়াল দেখে ইঁদুর ছানা ভয়ে মরে
গায়ের উপর পড়ে যদি ঝপাং করে,
পারবে না তো ছটাং করে ডাকতে মাকে
ভাবতে ভাবতে দেখতে থাকে বিড়ালটাকে।

চুপটি করে দেখছে বিড়াল দূরে বসে
মটাং করে ধরবে নাকি কাছে এসে,
ইঁদুর ছানার জীবন যাবে কি যে করি
ফটাং করে করবে কি তা ভেবে মরি।

সটাং করে গর্তে যায় সে একটু দূরে
বিড়ালটাও কেমন যেন যাচ্ছে ঘুরে,
লাফিং টাফিং এমন খেলা খুকি দেখে
হাসি মজা কত কিছু নিজেই শেখে।