আবেগের নাম বীর নেতাজী
দেশের জন্য প্রাণ
ভারতবাসী পেয়েছে তাই
স্বাধীনতার ঘ্রাণ।
উন্নত শির দিল্লি চলো
বজ্র কঠিন পণ
রক্ত দিয়ে স্বাধীনতার
করছি উদযাপন।
হে নেতাজী মৃত্যু অমর
নাই জীবনের ক্ষয়
বুকের মাঝে শক্তি সাহস
দেশের স্বাধীন জয়।
শস্য শ্যামল এই ভারতে
নেতাজীর নাম তাই
স্বর্ণাক্ষরে শূন্য আসন
আজও দেখতে পাই।
ফিরে এসো জীয়নকাঠি
বীর অকুতোভয়
দেশের মাটি বুকের ভেতর
বীর নেতাজীর জয়।