কখন এসে সামনে দাঁড়ায়
ভাবছি দৃষ্টি ফেরা
বিপথ দিয়ে বিপদ আসে
হঠাৎ আপদ ঘেরা।
বিস্ময়ে চোখ হৃদয় কাঁপে
মুখ খুঁজে যায় বাঁচা
কর্ম শান্তি অতীত যত
চারিপাশের খাঁচা।
আলোর ভেতর অন্ধকারে
ঠোক্করে পা পড়ে
পেরিয়ে যায় অনন্য তার
জীবন লড়াই করে।
ভাবিনি যা তেমন কিছু
আনে দুঃখ কষ্ট
সামাল দিতে রূপান্তরে
হয় নি কিছু নষ্ট।
সামনে চলা এগিয়ে পথ
বিপথ বিপদ এলে
উচিত শিক্ষা আঁধার শেষে
জীবন ডানা মেলে।