বাংলাদেশের স্বাধীনতা
বিজয় দিবস নামে
মুক্তিযুদ্ধে জয় এসেছে
শহীদের সংগ্রামে।
দেশের মাটি রক্তে রাঙা
শালুক পদ্ম ফুলে
বুকে সাহস মৃত্যু চরম
যাবে না কেউ ভুলে।
বাঁচার শপথ পথ আগুয়ান
পদ্মা নদীর চরে
বাংলাদেশে নবীন আলো
ষোলই ডিসেম্বরে।
পাক শাসনের অবসানে
খোলা আকাশ আশা
সবুজ বর্ণে লাল সূর্য
স্বাধীন ভালোবাসা।