অর্কের স্বর্ণাভ আলো বিহানের বেলা,
নদী জলে ঝিলিমিলি রূপে করে খেলা।
পাখিদের কিচিমিচি ঘুম ভেঙে যায়
ভাটিয়ালি গেয়ে দূরে মাঝি ডিঙা বায়।
সবুজের গায়ে লাগে ঝিকিমিকি রেখা
ঘাস ফুলে প্রজাপতি ঘোরে একা একা,
বাতাসের মিঠা লাগা শিশিরের শেষে
ছায়া আঁকা বাঁকা পথ দূরে কোথা মেশে।
জেগে ওঠে নিদ্রাসুখ খোলো তবে দ্বার
পথিকের আনাগোনা জীবনের পার,
রোদে রাঙা ফুলেদের খিলিখিলি হাসি
আবার মুখর দিনে ফিরে ফিরে আসি।
লাল আভায় দিগন্ত রাঙা হয়ে ওঠে
ধান খেত মেঠো পথে ইঁদুরেরা ছোটে,
আলো আর আলো এসে শুভ কামনায়
আবার জীবন শুরু মুক্ত সাধনায়।