অনেক কষ্ট সাধনার পরেও যখন
ঘটে গেল ধৈর্য চ্যুতি
তখন বেরিয়ে এল অন্যকে দোষ দেওয়া
হাটে বাজারের হাঁড়িকুঁড়ি।
সাধনার পথ অবিচল থাকতে
কেটে ফেলেছে ডালপালা,
শিক্ষার তূণীর লক্ষ্য পথে
দৃষ্টি রাখতে বার বার বিভ্রান্ত।
হে কষ্ট, আমি তো দু মুঠো পেট ভরা রাত
এ জীবন টুকু কাটাতে চেয়েছি
অসীমের পথ পাশে।