ছোট্টো জীবন পথ চলা পথ প্রেমেই শুরু, শেষ;
অনন্ত এই সময় যাত্রা আর রেখো না দ্বেষ।
মানুষ জীবন মন মোহনা প্রেমের তীরে বেঁধা
কালের চিহ্নে মুছবে সবই থাকবে মনন মেধা।
প্রেম যে অমর হৃদয় জুড়ে দুঃখ সুখে থাকা
কত কি তার ভাবনা অপার মানসপটে আঁকা।
বিলিয়ে দেয় মিলিয়ে নেয় প্রেমের দুইটি পারে
ভালোবাসার অনন্ত স্রোত খুঁজছে শুধু তারে।