ভাষার ভাষা বাংলা ভাষা
একটু ভালো জানি
এই ভাষাতেই গর্ব করে
কত কিছু মানি।
বলতে লিখতে চলতে পথে
ব্যবহারও করি
বাংলা ভাষায় বাংলার মাটি
হৃদয় দিয়ে গড়ি।
পড়াশুনা ও গান বাজনা
সাহিত্য আর কথা
বাংলা ভাষার ফুল বাগানে
কমে মনের ব্যথা।
ভাষার ভাষা বাংলা ভাষা
আমার প্রাণের ভাষা
যা পেয়েছি যতটুকু
ভাষার ভালোবাসা।