মিথ্যে কথা সবাই বলে
কিছু বেশি কম
বেসাতি যে করছে দেখো
ফুরাবে তার দম।
মরার পরে কার কি হবে
সে সব হিসেব থাক
মর্ত্যলোকের চরম শাস্তি
পেয়ে যায় ঠিক ঠাক।
পরস্পরের বেঁচে থাকা
রাখতে হাতে হাত
মিথ্যে জীবন নিজের ঘরে
কাটায় কালো রাত।
আলোর খেলা বাগান জুড়ে
ফোটে রঙিন ফুল
মিথ্যে কীটের অন্যায় ভরা
ফুটাও কেন হুল?
ভাল থাকার পাসওয়ার্ডে
স্বচ্ছ সত্যি মন
এই পৃথিবীর রূপে রসে
তুমিই আপন জন।