বড়দের মত হতে যে পারি নি
শিখি নি চতুর কলা
সাধারণ আমি যা ভাবি তা করি
ভুল হয় পথ চলা।
চট করে বোধ যা কাজ করে তা
আমি করে ফেলি একা
পথের নিশানা ঠিক বা বেঠিক
বিপথের পাই দেখা।
ছেলেমানুষীর কিংবা সেয়ানা
যে যেমন ভাবে তাই
আমার কাজের তুলনাতে আমি
ফেলনা হয়ে যে যাই।
পথে এক পাশে দাঁড়িয়ে থাকতে
দেখেছে অনেক লোক
অবহেলা আর অনাদর নিয়ে
করব না কোন শোক।
যা পেয়েছি পাব সেই তো অনেক
আমার জীবন জুড়ে
আমি আছি দেখো তোমাদের সাথে
ভালো থেকো কাছে দূরে।