কে ভালো আর কে যে খারাপ
বিচার করতে গেলে
বিচারকারীর ভালো মন্দ
দেখি কি চোখ মেলে?
খারাপ এখন সংখ্যায় বেশি
ভাবছে ভালো জনে
সে কতটা ভালো মানের
জানবে তা কোন্ মনে?
ফুল মাটি আর আকাশ আলো
ভালো সবার কাছে
মানুষ মাত্রে কোথাও কোথাও
ভালো মন্দ আছে।
হাত বাড়িয়ে এগিয়ে সুখ
নিজের দৃষ্টি ফেরা
মায়া মোহ লোভ লালসায়
মানুষ জীবন ঘেরা।
সব ভালো যা সবার ভালো
মন্দ তবু আশা
দাও ছড়িয়ে সবার জন্য
তোমার ভালোবাসা।