ফাগুন আগুন পলাশ লালে বসন্ত চারদিকে
লাল মাটিতে প্রেমের বাহার আর থাকে না ফিকে।
খুশির ঝিলিক সখা সখি প্রেম যমুনার তীরে
শিমুল তলে থমকে দাঁড়ায় তাকায় ফিরে ফিরে।
কোকিলা ঐ ডাকছে কুহু মন উদাসের সুরে
কে দাঁড়িয়ে? ভেতরে এসো আর থেকো না দূরে।
ফুল বাহারে রঙ আহা রে সবুজ সবুজ টিয়ে
কাঞ্চন ফুলে হৃদয়খানি খুশি তোমায় দিয়ে।
কত দিনের মন মোহনায় প্রকৃতি থাক সাথে
বসন্তের এই রঙ বাহারে হাত রেখেছি হাতে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটছে পাশাপাশি
মলয় হয়ে বলছি শোনো তোমায় ভালবাসি।