রঙের বর্ষা ফুলের বনে
বইছে মলয় ধীরে
পলাশ শিমুল ফাগুন আগুন
এলো আবার ফিরে,
কোকিল কুহু গাছের ডালে
কিশলয়ের ফাঁকে
কে যেন কে যাচ্ছে চলে
রাঙা পথের বাঁকে।
মনের ভেতর উদাস দুপুর
ঘোর লেগেছে একা
বসন্ত আজ জাগ্রত দ্বারে
পাবো তোমার দেখা।
প্রজাপতি মৌমাছিরা
গুনগুনিয়ে এলো
বাগানে আজ হৃদয়বেলা
কাকে নিয়ে গেলো।
শিশির রোদে পাপড়ি মেলে
আকাশ উঠল হেসে
সবুজ পাতার ফিঙে নাচন
যাবো ভালোবেসে।