ফাগুন এলো পলাশ বনে
ফুল ফুটেছে প্রেমিক মনে,
বইছে মলয় ঝরা পাতায়
তোমার আমার মনের কথায়।
দিগন্ত দূর পলাশ ফুলে
লালের নেশায় হৃদয় ভুলে,
হাত ধরেছে মোহন বেশে
প্রেমের আবির ভালোবেসে।
প্রজাপতি মন মেতেছে
গুলাল রঙে রঙ লেগেছে,
ফাগুন আগুন হৃদয় রাগে
কোকিল কুহু অনুরাগে।
পায়ের শব্দ কে যে আসে
মন কিশলয় আশেপাশে,
পলাশ হাসি ফুল ফুটিয়ে
মন কথা মন যায় রাঙিয়ে।
মৌমাছি মন ফুলের বাহার
বসন্ত দিন এলো আবার,
প্রেমের বংশী বাজছে মনে
ফাগুন রাঙা পলাশ বনে।