মেঘ সোহাগী বর্ষা রাণী
এসো ধরার মাঝে
গাঁথছে মালা কদম কেয়া
দেখো সকাল সাঁঝে।
টিনের চালে নূপুর পায়ে
ঝমঝমিয়ে নাচে
মাটির বুকে জল পুকুরে
জীবনটুকু বাঁচে।
কালো মেঘের সাথে যে তার
আকাশ জুড়ে খেলা
ঝরঝরিয়ে তরতরিয়ে
জল রাঙানো মেলা।
রাস্তা কাদা সবুজ পাতা
খিলখিলিয়ে হাসে
বাইরে তবু কত মানুষ
ছাতা মাথায় আসে।
আঁধার আলো দিচ্ছে উঁকি
কত ফুলের পাশে
বর্ষা রাণী নানা শোভায়
সাজে আষাঢ় মাসে।