বর্ষা নদীর ভাঙন আনে
বান ও বন্যা যত
নদীর পাড়ে বাস করি ভাই
ভয় থাকে তাই কত।

কালো মেঘ আর মুষলধারে
বৃষ্টি আসে যদি
বুকের ভেতর কাঁপন ধরে
ঢেউ তুলে যায় নদী।

বাঁধ বাঁধে না সেচ ব্যবস্থা
ভাসায় ঘর ও বাড়ি
বর্ষাকালে অকুল পাথার
যাচ্ছে জীবন ছাড়ি।