বর্ষা এলো ঝমঝমিয়ে আষাঢ় শ্রাবণ মাসে
বৃষ্টি জলে সবুজ পাতা খিলখিলিয়ে হাসে।
পুকুর দীঘি নদী নালা ভরো ভরো জলে
মাঠে মাঠে আউশ ধানে নতুন ফসল ফলে।
টিনের চালে বৃষ্টি নূপুর টাপুর টুপুর পড়ে
কদম কেয়া টগর সাদা কত বাহার ধরে।
গ্রীষ্ম শেষে বর্ষা এলো কালো মেঘে ছেয়ে
দেখো কেমন বৃষ্টি ধারা নামছে উঠান বেয়ে।
রাস্তা পিছল ভিজছে সবাই ঝাপসা কাছে দূরে
হিমেল হাওয়া দু এক ফোঁটা গাইছে বৃষ্টি সুরে ।
বর্ষা এলো ঢেউ খেলে যায় নতুন জীবন আশা
ঝিরিঝিরি টুপটাপটুপ ছড়ায় ভালোবাসা।