নতুন বছর নতুন আশা
নতুন দিনের আলো
বাংলা বছর আগে উ ন্তনতুন এলে
আরও লাগে ভালো।
চৈত্র শেষের এই বৈশাখে
নতুন জামা পেলে
পদ্ম শালুক বাংলা হৃদয়
উড়বে ডানা মেলে।
আসবে ফিরে উদ্যমে বেশ
বাংলা জোয়ার গাঁথা
নতুন গন্ধে আকাশ বাতাস
তুলবে আবার মাথা।
হাল খাতা আর উদযাপনে
পাই যে বাংলা আশা
বাঙালি তাই আজও বিশ্বে
ছড়ায় ভালোবাসা।