মাগো, বাংলা নববর্ষ
পয়লা বৈশাখ এলো
চৈত্র শেষে বাংলা বছর
নতুন শুরু হলো।
আমি মাগো এক বছরের
বড় হলাম দেখো
বকতে আমায় পারবে না মা
এটি মনে রেখো।
হালখাতা আর বাংলা উৎসব
আমিও যোগ দেবো
বাবার মতো এ সংসারের
সবই সামলে নেবো।
বাংলা বছর বাংলা দিনের
ঐতিহ্যতে ভরা
বাংলা আমার খুব প্রিয় মা
বুকের মাঝে ধরা।