মাঠের ফসল উঠছে পেকে
ঢাকছে শিশির ঘাস
দারুণ তাপে এ পথ দিয়ে
আসছে বোশেখ মাস।
পলাশ শিমূল পড়ছে ঝরে
রুক্ষ মাটির দেশ
বছর শুরু গাজন হল
চড়ক মেলা শেষ।
গাছের ডালে কিশলয়ে
পড়ছে রোদের তাপ
নতুন দিনের প্রথম সকাল
বৈশাখী ফুল ছাপ।
এসো এসো উদ্যমে আজ
বাংলা বছর মাস
নবীন আলো বৈশাখ দিনে
বলছে ভালোবাস।