বাবা তুমি আমার প্রাণে
থাকবে বেঁচে জীবন ঘ্রাণে
খুশি ভরা দিন
পথ চলা পথ বটের ছায়া
বুকের হাসি কত মায়া
শোধ হবে না ঋণ।
ঠিক কাজে হই সেরার সেরা
আবদার শাসন হৃদয় ঘেরা
বাবার কাছে পাই
নির্ভয়ে পথ চলতে পারি
ইচ্ছে আকাশ জিতি হারি
বাবা আছে তাই।
বাবা আমার সুপার হিরো
পার পেয়ে যাই পেলেও জিরো
ধরে থাকে হাত
তাই আমি তাই উঠে দাঁড়াই
জীবনটাকে ঠিক খুঁজে পাই
কাটে গভীর রাত।
বাবা তুমি গর্ব আমার
আনন্দ সুখ পাই অধিকার
তোমার জন্য সব
মায়ের পাশে দাঁড়াও এসে
জীবনটা তাই ভালোবেসে
স্বপ্ন কলরব।