প্রতিটি বছর আগস্ট এলে
মনের ভেতর শোকে
বাংলার মাটির সরল সহজ
কষ্ট পায় যে লোকে।
পাক সেনানির শয়তানদের
অত্যাচারের কথা
পড়লে মনের বাইরে ভেতরে
জেগে ওঠে যত ব্যথা।
রক্তের সেই ইতিহাসে লেখা
শোক বিহ্বল দিন
দেশের প্রেমিক শেখ মুজিবুর
রেখে গেছে কত ঋণ।
দেশের মানুষ উঠেছে আবার
আগষ্ট মনে রেখে
সাহসিকতায় দেশকে এগিয়ে
বাঁচতে শিখেছে দেখে।
দীপ্ত ভাষণ প্রাণের ভেতরে
বুকেতে পাই যে বল
ভরসার পথে এগিয়ে আগামী
চল রে সবাই চল।