আকাশে তারার মেলা মাটিতে জোনাকি
ফুল রাঙা মোহনীয় শুধু মনে রাখি,
মুখের আদলে মুখ আলোক ছড়ায়
কাছে আছে তবু যেন দূরে চলে যায়।

প্রিয় আঁখি দেখি যত হৃদি রঙ করা
রাশি রাশি হাসি খুশি মন সুখে গড়া,
সবুজের সমারোহ তার মাঝে আঁকা
এগিয়ে পথের সীমা নয় মোটে বাঁকা।

ছড়িয়ে খুশবু যত মোহ থাকে পাশে
চলে যেতে চায় তবু ঠিক ফিরে আসে,
মিলিয়ে মেলাতে তার বুকে কথা জাগে
প্রজাপতি এসেছিল পরাগের রাগে।

অলীক অপার রূপে দেখি যত ভাবি
শান্তি সুখের নীড়, হাসি তার চাবি,
চারদিক খোলা থাক, দেখি চোখ চেয়ে
অবোধ বালক যত গেছে ডিঙি বেয়ে।

অপরূপ রূপে তার ভাসে আলো ছায়া
ঘর তার বাড়ি হয়ে ছড়িয়েছে মায়া,
আসব আবার ফিরে যদি যায় আসা
এই বেঁচে থাকা আর চাই ভালোবাসা।