বিক্রি করছে ফুলের গোছা
শৈশব নরম হাতে
ফুটপাথে তার কাটে জীবন
ভাত পায় না পাতে।

কোথায় থাকে কেমন করে
অসহায় এক মুখে
শৈশব যেন কুঁকড়ে আছে
জিজ্ঞেস করা বুকে।

চলছে শহর নিজের গতি
অনাথ আরো কত
কারা কেন ফেলল ছুঁড়ে
এমন শৈশব যত?

সভ্যতা আজ প্রশ্ন স্বরূপ
শৈশব নষ্ট দিকে
ভাবছে বাবু থাক না ওরা
হয়ে আঁধার ফিকে।