আবার আসিব ফিরে তিতাসের বাঁকে
যেথায় ধবল বক পাখ মেলে থাকে,
উঠোনে শিশুর দল ধূলো মেখে গায়
হা হা হি হি খেলা করে মাকে খুঁজে পায়।

ধান খেত আল পথ তাল গাছ সারি
সাদা মেঘ ভেসে চলে দূর দেশ ছাড়ি,
সবুজের আলো আঁকা ছায়া মাটি ঘিরে
আবার মানুষ জন্মে আসি যেন ফিরে।

ঝিরি ঝিরি বয়ে চলা তিতাসের কোলে
চাষিদের চাষে ফেরা পাকা ধান তোলে,
উদাস বাউল গান শঙ্খচিল বেশে
নিয়ে যাবে ডিঙি বেয়ে শালুকের দেশে।

ঝিল ধারে ধীর পায়ে ডাহুকের চলা
মা ও মাসি বাবা কাকা স্মৃতি কথা বলা,
বুক ভরে পেতে চাই এই ভালোবাসা
আবার আসিব ফিরে এইটুকু আশা।