আষাঢ়ের আজ দিন শুরু হল
ঝরে যায় জল ধারা
গরমের শেষে মনের খুশিতে
সবাই আত্ম হারা।
গাছগুলো সব ভিজছে একাকী
জমছে পুকুরে জল
শিশুরা সাঁতার কাটছে আরামে
বাড়ছে দেহের বল।
ঘন কালো মেঘ ছেয়েছে আকাশ
সাদা বক উড়ে চলে
সবুজ পাতার সবুজ হাসিতে
মাটি আজ কথা বলে।
সরস সজীব হয় চারিদিক
রকমারি ফুল ফোটে
মেঘের ভেতরে সূর্য কিরণ
উঁকি দিয়ে দিয়ে ওঠে।
টিপ টিপ টিপ টাপুর টুপুর
আষাঢ়ের রঙ ছবি
মুক্ত মেঘের ভেলা চড়ে আমি
হয়ে যাই বড় কবি।