আষাঢ় মাসে কালো মেঘে আকাশ থাকে ছেয়ে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর সারা উঠোন বেয়ে।

ঝমঝমাঝম মিষ্টি শব্দ টিনের ঘরের চালে
পুকুরের জল গাছের পাতা নাচে তারই তালে।

কদম কেয়া টগর চাঁপা আষাঢ় মাসের ফুলে
বৃষ্টির ফোঁটা শীতল হাওয়া কাঁপছে দুলে দুলে।

ঝাপসা দূরে ঝিরিঝিরি ভরছে নদী নালা
পাখির বাসা আউস ধানে আঁকছে মেঘের মালা।

মাটির সোঁদা গন্ধ ভাসে আষাঢ় মাসের সুরে
ঝড়ের আভাষ বৃষ্টি দুপুর নাই বেশি আর দূরে।

জানলা খোলা ভ্যাপসা গরম আষাঢ় দিনের কথা
প্রেম যমুনায় ফিরছে সখি মনের দুঃখ ব্যথা।

আষাঢ় বৃষ্টি ছাতা মাথায় ফিরছে যে যার ঘরে
মেঘ ও বৃষ্টির আকাশ নীলে রামধনু রঙ ধরে।