এ বয়সে বাবা মায়
হাঁটছে দেখো খোঁড়া পায়
দুটো ছেলে আছে বটে
তবু তারা অসহায়?
রোগ জ্বালা মধুমেহ
বইছে না আর দেহ
হাঁকে ডাকে দরকারে
দেখছে না আর কেহ।
জীবনটা ফিরে পেতে
দিচ্ছে না কেউ খেতে
দেখাশুনা আরো কিছু
থাক যত সুখ পেতে।
ছেলেমেয়ে অজুহাতে
ছুটে চলে দিনে রাতে
বাবা মায়ে একা একা
পাচ্ছে না কেউ সাথে।
কত বোঝা তবু বয়
এ রকম যদি হয়
সংসারে বৃদ্ধরা
অসহায় হয়ে রয়।