আর দেখি না গাছের ডালে
ঝুলছে পাখির বাসা
কড়কড়াকড় বাঁশের ঝাড়ে
ইঁদুর যাওয়া আসা।
ধানের জমির পাশে দীঘি
পদ্ম শালুক ফোটে
মস্ত বড়ো গাছের ফাঁকে
সকাল সূর্য ওঠে।
সর্ষে ক্ষেতের মাঝ বরাবর
রাস্তা গেছে বেঁকে
ঝিলের জলে ঝাঁকি জালে
মাছ ধরে জল ছেঁকে।
খালের পাড়ে নৌকা ডিঙি
ছোট্ট বেলার খেলা
পথের ধারে অজানা ফুল
বসায় রঙের মেলা।
আর দেখি না সবুজ পাতা
জুড়ায় চোখের দেখা
সবাই যেন ইট পাথরে
থাকছে একা একা।