অনুভূতির রামধনু রঙ
খুঁজছে বৃষ্টি বেলা
মেঘ বিকেলে আকাশ জুড়ে
প্রতিক্রিয়ার মেলা।
পাশে দাঁড়ায় জলের স্রোতে
মনের ঘুরপাক কথা
একটা মানুষ হাসছে কিন্তু
পাচ্ছে কষ্ট ব্যথা।
অনুভূতির যাঁতাকলে
রঙ বদলের মনে
মুখোশ আঁটা মুখ মহিমা
পাল্টায় ক্ষণে ক্ষণে।
অন্তরে এক চোখে অন্য
চিনতে পারার কষ্ট
অনুভবে ঠিক ধরে নেয়
ইন্দ্রিয় যার ষষ্ঠ।
সম্পর্ক সুখ মানিয়ে নেয়
তবু জীবন পথে
ফুল ফুটিয়ে সুবাস ছড়ায়
সরল মতামতে।
অনুভূতি ধোঁয়াশা এক
মহৎ মোহন আশা
সাতটি রঙে মিলেমিশে
ছড়াও ভালোবাসা।