সজাগ চেতন ক'জন মানুষ
নাই আছে যার মৃত্যু ভয়
সামনে পথে এগিয়ে যায়
পেতে নিজের জীবন জয়।
বাস্তবে যার মাটিতে পা
যুজতে জানে বাধা সব
বিবেক বুদ্ধি ভরসাতে
থাকে না তার কলরব।
ঝঞ্ঝা যত সামলাতে তার
সত্যি জুড়ি মেলা ভার
পলক জুড়ে থাকার নেশা
বুঝে নিজের অধিকার।
অনেকটা পথ অনন্ত যুগ
আর একটা দিন বেঁচে থাক
দূর সীমানায় আলোক বর্ষ
যাচ্ছে যদি ভেসেই যাক।
বুকের ভেতর নিজের লালন
যতই ফেলুক দীর্ঘশ্বাস
অন্তরে তার ভরসা তাই
বলবে আবার ভালোবাস।