অনন্ত এই সময় মাঝে
ক্ষণিকের এই বাস
দুনিয়াতে এসে ও ভাই
হৃদয় ভালোবাস।
লোভী মানুষ পরের কেড়ে
সুখী হতে চায়
নিজের আখের গুছিয়েও কি
শান্তি খুঁজে পায়?
ভোগ বিলাসে ইচ্ছে প্রবল
শরীর এবং মন
কিন্তু সে তো সাধের দেহ
থাকবে যতক্ষণ?
তারপরে তুই কালের স্রোতে
নাই কোনো এক জন
মানব সেবায় এবারে তাই
কর না জীবন পণ।
পরের হিতে কর্ম যত
মানবিক মান পায়
ক্ষণিকের এই দুনিয়াতে
জীবন হয়ে যায়।