পড়াশুনায় ভাল্লাগে না
আঁকাজোকায় মন লাগে না
গান কবিতায় প্রাণ লাগে না
চলো খেলতে যাই
দাদা দিদি খেলবে চলো
আমাদের বলো
মা ও বাবার শাসন
সাথে থাকতে চাই।
ফুল পাখিরা কেবল ডাকে
প্রজাপতি ঝাঁকে ঝাঁকে
মাটির গন্ধ লাগছে নাকে
থাকব না আর ঘর
এত বড় আকাশটাকে
দেখবে এসো গাছের ফাঁকে
সূর্য তারার ঘুর্ণিপাকে
ঘুরছে পরস্পর।
পদ্ম শালুক ঝিলের জলে
হাঁসেরা সব দলে দলে
গরু ছাগল মাঠে চলে
দেখব আমি সব
পশু নাচে গভীর বনে
কথা বলে মানুষ জনে
সবাই থাকে যে যার মনে
করছে কলরব।
এদের মাঝে আমাকে তাই
পড়তে দিলে খুশি যে পাই
সবুজ শিশির বই খাতা চাই
পড়ায় দেব মন
মানুষ হতে মানুষ লাগে
প্রকৃতি তার সাথে জাগে
সবার ঘরে শিশু আগে
ভালোবাসার জন।