হেমন্তকালে আমন ধান পাকলে মাঠে মাঠে
চাষীরা সব সোনালি ধান হাঁসুয়া দিয়ে কাটে,
ঘরে ঘরে খুশির জোয়ার আসে অঘ্রাণ মাসে
সকালবেলা শিশির পড়ে নরম কচি ঘাসে।
উঠোন লেপে চাষীর বউ তুলতে হবে ধান
নতুন গন্ধ ছড়িয়ে পড়ে নবান্ন গায় গান,
মাঠের পাশে দীঘির জলে পদ্ম শালুক ফোটে
পূব দিগন্তে সকাল সূর্য পাতার ফাঁকে ওঠে।
ডিঙি করে একা এক ছেলে বাউল গান গায়
চারিদিকে উৎসবের খুব হাওয়া লেগে যায়,
আকাশের সাদা সাদা মেঘ এগিয়ে দলে দলে
সরু আলপথ ধরে চাষী ধান বোঝাই চলে।
তাল সারি কলা গাছ আর বাঁশ বনের পাশে
ডাহুক তিতির মাছরাঙা মাছের লোভে আসে,
পাকা ধানের সোনালী রঙ পিঠে পুলির স্বাদে
হেমন্তের এই আগমনে চাষী থাকে আহ্লাদে।
নতুন ধানের গন্ধ ভাসে সারা হৃদয় জুড়ে
ফলতে থাকা ফসল রাঙা গ্রামকে রাখে মুড়ে,
গোলায় ভরা আনাজ যত বছরভর আশা
আমন ধানের বুকে পায় জীবন ভালোবাসা।