তমসা দ্যুতিতে মনে দ্বন্দ্ব বিদ্যমান
শুভালোকে জাগে ত্রাস লাগে অসহায়
ভদ্রভাবে নম্র হয়ে থাকি যত তায়
লোকেরা দুর্বল ভাবে দেয়না সম্মান।
পরোয়া করি না তবু পথ চলি একা
ছিন্ন করি আঁধারের সব মায়াজাল
পসরা সাজিয়ে রাখে তিষ্ঠ ক্ষণ কাল,
সামনে দাঁড়ানো মূর্তি অসময়ে দেখা।
যে পথে আমার বিভা তুমি নগ্ন রূপ
বহতা নদীর নুড়ি সৃষ্টি করে বাধা
ছুটছে ঘোড়ার বেগ তবু বাদ সাধা,
মনের ভেতর মন যেন অপরূপ।
ডিঙিয়ে মনুষ্য রীতি একা উচ্চ মাথা
ক'জন বেসেছে ভালো ভেবেছে আপন
অন্যের খুশিতে করে হৃদি আলাপন?
আমি তবে কেন ভেবে হবো বোকা গাধা।