সবাই যেন আদর করে
কথা বলে ভালোবেসে
বুঝিয়ে দেয় আকাশ আলো
রঙিন ফুলের মত হেসে।
যা কিছু সব দেখব শুনব
মানুষ পাখি পশুর মুখে
সবই যেন সঠিক শিখি
পথ এগিয়ে শান্তি সুখে।
প্রাণ খুলে চাই ঘুরতে ফিরতে
গাছ পাতা আর খেলার মাঠে
সাথে আমি শিখব অনেক
পড়ার বই আর সহজ পাঠে।
এই তো প্রথম দুচোখ মেলে
মনের যত পরিচয়ে
আমি শিশু মনটা আমার
থাকতে চায় না অভিনয়ে।