আমি যদি ফড়িং হতাম
মজা হত খুব
বাগান ভরা ফুলের বনে
দিতাম রঙের ডুব।
উড়ে উড়ে রেণু মেখে
কাটত সারা দিন
ডানা দুটো কত সুরে
বাজাত তার বীণ।
নানা রকম পাপড়িগুলো
লাগত আমার পায়
ইচ্ছে খুশি ঘুরতে পেতাম
যেমনটি মন চায়।
সবুজ পাতা থাকত ঘিরে
ছোট্ট ছোট্ট গাছ
হাওয়ার সাথে দুলে দুলে
করত কত নাচ।
ফড়িং হলেও মায়ের কোলে
ফিরে আসতে চাই
আকাশ বাতাস মাটির গন্ধ
যেন খুঁজে পাই।