চেয়েছে সে, পেয়েছে কি? আশার নগ্ন আলো
নিভন্ত তাই, জ্বলেও ওঠে আঁধার স্বপ্ন, কালো।

প্রতীক্ষা তার কুড়ায় চিত্র যত সুন্দর হতো
ভাবছে, তবু কর্ম কুশল তাই কি সে তার মতো।

দিন গুজরাণে, আকাশ নীলা মাটির গন্ধ সবুজ
ফুলের সৌরভ, ধূপও পোড়ে। মন হয়েছে অবুঝ।

চাইতে নেই, তাই চাই নি কিছুই; আমাদের সেই দিনে
রাখব না তো আশা আমার এই পৃথিবীর ঋণে।