আমার মা আর আদর ভরা
যত মুখের হাসি
এ পৃথিবী আমার জন্য
আমি ভালোবাসি।
আমার মা আর যত্ন আত্তি
হৃদয় ভরা সুখে
যত সুন্দর ফুল পাখি গান
আনন্দ থাক বুকে।
আমার মা আর সহজ সরল
গাছের সবুজ পাতা
আকাশ হয়ে উড়তে থাকা
আমার খোলা খাতা।
আমার মা আর পথ চলা এই
যত জন্ম শিখি
অন্ধকারে আলোর দিশা
কত কথা লিখি।
আমার মা আর শরীরের ওম
ছড়ায় স্বপ্ন আশা
আমার ভেতর পূর্ণ আমি
মায়ের ভালোবাসা।