ধানের ক্ষেতের পাশে দীঘি
সরু আলপথ বাঁকা
তালগাছ সারি ঝিলের ধারে
আমার গ্রামটি আঁকা।

পদ্ম শালুক শ্যাওলা ঝাঁঝি
বলাকারা উড়ে
আমার গ্রামটি কলাপাতায়
গাইছে বাঁশির সুরে।

শিরিষ হিজল গাছ দাঁড়িয়ে
কুঁড়ে ঘরের পাশে
শিশির আঁকে রামধনু রঙ
উঠোন ভরা ঘাসে।

আমার গ্রামে পাখি ডাকে
গাছের ডালে ডালে
ছোটো মাছ আর কলমীলতা
থাকে পুকুর খালে।

শস্য শ্যামল ফলে ফুলে
আমার গ্রামটি সেরা
জীবন রঙের সবুজ সতেজ
স্মৃতির আলোয় ঘেরা।