অমর একুশ শহীদ রক্তে
ভাষার ফুল যে ফোটে
আন্তর্জাতিক মাতৃভাষার
দিবস সূর্য ওঠে।
অমর একুশ স্মরণ করি
ভাষা শহীদ সাথে
গান কবিতা গল্প মালায়
বাংলা ভাষা মাতে।
অমর একুশ বাংলা ভাষা
প্রাণের ভেতর থাকে
সালাম রফিক বরকত জব্বার
শহীদ ছবি আঁকে।
অমর একুশ প্রতিদিনের
বাংলা ভাষায় বলা
দামাল ছেলে শহীদ হল
গর্বের পথে চলা।
অমর একুশ অমর শহীদ
বিশ্বে বাংলা ভাষা
এখনো তার কৃতি সন্তান
ছড়ায় ভালোবাসা।